সুমন মিয়া: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানায় আলম দীঘির পাড় গাছ থেকে পড়ে তামিম নামের এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূৃত্রে জানা যায়, ৮ এপ্রিল শুক্রবার বেলা ১১ টার দিকে অষ্টগ্রাম টি এন টি সংলগ্ন একটি আম গাছে আম পাড়তে উঠে।এসময় তামিমের (মৃগী) খিঁচুনী উঠে গাছ থেকে পড়ে আহত হন । এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ৯ এপ্রিল হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসে। অবস্থার অবনতি হলে আবারও হসপাতালে ভর্তি করা হয়। আজ (১২ এপ্রিল )সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তামিম মারা যায়। বাদ যোহর ঐতিহাসিক কুতুবশাহী মসজিদে জানাযা শেষে আলম দিঘীরপাড় গণকবরস্থানে তার লাশ দাফন করা হয়।