উৎসব মুখর পরিবেশে বন্দরে আসন্ন কলাগাছিয়া ইউনয়ন আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে মনোয়নপত্র জমা দিলেন কলাগাছদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কান্ডারী সমাজ সেবক হাজী আহাম্মেদ তুষার মাঈনউদ্দিনসহ তার কর্মী সমর্থকরা। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের হাতে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমাদান কালে ওই সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটন, হাজী নাসির উদ্দিন, হাজী কবির হোসেন, হাজী শাহজাহান, শাহীন ভূইয়া, যুবলীগ নেতা রাসেল, শাহ আলম ও শেখ সজিবসহ কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। করঅগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে মনোয়নপত্র জমা দেওয়ার পর তরুন আওয়ামীলীগ নেতা হাজী আহাম্মেদ তুষার মাঈনউদ্দিন সকল নেতাকর্মীদের দোয়া চেয়েছেন।