ভৈরব প্রতিনিধি মোঃ সনজু মিয়া
নরসিংদীর রায়পুরায় মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ায় সাদিয়া আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর এলাকায় এ ঘটনা ঘটে।
সাদিয়া ওই এলাকার মোঃ সোহরাফ হোসেনের মেয়ে। তিনি আলহাজ বজলুল হক জে এম উচ্চ বিদ্যালয় থেকে (মানবিক বিভাগ) এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতাকাল সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দুটি বিষয় ইংরেজি ও গণিতে অকৃতকার্য হন সাদিয়া। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে আজ দুপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সাদিয়ার বান্ধবী লিজা বলেন, পরীক্ষায় ফেল করায় একা ঘরে কান্না করছিল সাদিয়। পরে আমি তাকে শান্তনা দেয়। এ সময় আমাকে বলেছিল, দুটি বিষয় পুনঃনিরীক্ষাণের জন্য বোর্ডে আবেদন করবে সে। এর পর আমি বাড়িতে চলে আসি। আজ দুপুরে সাদিয়ার মৃত্যুর সংবাদটি পাই।
জানা গেছে, পনেরো বছর আগে সাদিয়ার মা-বাবার বিচ্ছেদ হয়ে যায়। এর পর তাঁদের বাবা সোহরাফ আর দ্বিতীয় বিয়ে করেননি। সাদিয়াসহ তাঁর এক ভাই ও বোন বাবার বাড়িতেই বড় হয়েছেন। তাঁর বড় বোনের বিয়ে হয়ে গেছে এবং ভাই প্রবাসে থাকেন। এ বছর আলহাজ বজলুল হক জে এম উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সাদিয়া। গতকাল সোমবার এসএসসি পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়। এতে ইংরেজি ও গণিত এ দুটি বিষয়ে অকৃতকার্য হয় সে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন এবং সিলিং ফ্যানে ফাঁস নেয়। সাদিয়ার মৃত্যুতে তাঁর পরিবারে চলছে শোকের মাতম।
রায়পুরা থানার উপপরিদর্শক নাসির উদ্দিন জানান, ওই স্কুলছাত্রী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস নেয়।