মোঃ শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে ০৪ ডিসেম্বর ২০২১ খ্রি: হতে শুরু হওয়া আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনূর্ধ্ব-১৯) প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৮ ডিসেম্বর ২০২১খ্রি: দুপুর ১১টায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী খেলায় আনোয়ারা থানা দল ৩২-১৩ পয়েন্টে সীতাকুণ্ড থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মোঃ ইকবাল হোসেন, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস কাবাডি কমিটির চেয়ারম্যান জনাব চৌধুরী হাসান মহমুদ হাসনী ও সম্পাদক জনাব তানভীর আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স, সিজেকেএস কাবাডি কমিটির কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।