মোঃ শফিকুল আলম কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু এই স্লোগানটিকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে রের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। উলিপুর সরকারি ডিগ্রি কলেজর অধ্যক্ষ শরিফুর রহমান খোকনের সভাপতিত্বে উলিপুর মহিলা কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মোঃ তারিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও বজরা এল কে আমিন ডিগ্রি কলেজর অধ্যক্ষ আহসান হাবীব রানা, সাতদরগাহ্ নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, উলিপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহাজাহান আলী, উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শফিকুর রহমান।
উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি উলিপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।