নিজস্ব প্রতিবেদকঃ ॥ আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা থেকে আশাশুনি ফেরার পথে ধুলিহর ইউনিয়নের কোমরপুর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় তার সফরসঙ্গী সাদ্দাম হোসেন মানিক ও আহত হন। মানিকের আঘাত গুরুতর না হলেও সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বেশ গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার সাথে সাথে পিছনে থাকা সফর সঙ্গী ও স্থানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফেরত পাঠান। পরে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা করা হয়। সড়ক দুর্ঘটনায় সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের বাঁ হাতের কব্জির হাড় মারাত্মকভাবে জখম হয়। এছাড়াও চিকিৎসকরা জানান, তার মাথার বা পাশে ও ডান পায়ের বৃদ্ধাঙ্গুল ফ্যাকস্যার হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় বিশ্রামে আছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।