নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামি নুর হোসনের ছোট ভাই একাধিক মামলার আসামি নুরুজ্জামান জজ মিয়া ওরফে ছোট মিয়া শিমরাইল ট্রাক টার্মিনালে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন ও ট্রান্সপোর্ট মালিক সমিতির নামে লাখ লাখ টাকার চাদাঁবাজির অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ প্রশাসনের একাধিক দপ্তরে অভিযোগ ও সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার জেরে অভিযোগকারী নোমান হোসেন টুটুলকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ এনে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কাছে বুধবার (১৪ সেপ্টেম্বর) ৭ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায়, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নোমান হোসেন টুটুল বাদী হয়ে নারায়ণগঞ্জের একাধিক মামলার আসামি শিমরাইল এলাকার নুরুজ্জামান জজ মিয়া ওরফে ছোট মিয়াসহ , আক্তার হোসেন, ফরহাদ, রতন, অলি, জামান মেম্বার ও জাকির সহ ৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগে জানান,
উক্ত সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাস,, চাঁদাবাজি, টেন্ডাবাজি ও মাদক ব্যাবসা সহ বিভিন্ন অপকর্ম করায় অত্র শিমরাইল ট্রাক টার্মিনালের ট্রান্সপোর্ট মালিক সমিতি সহ ব্যাবসায়ীদের জিম্মিকরে দীর্ঘদিন চাঁদাবাজি করায় গত ১১ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় সহ প্রশাসনের একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করিয়াছি, সে অভিযোগের ভিত্তিতে একাধিক সংবাদপত্রে নুরুজ্জামান জজ মিয়ার নামে সংবাদ প্রকাশিত হওয়ায় আমাকে বিভিন্ন ভাবে প্রান নাশের হুমকি দেয় এবং বলে সাত খুন করেছি তোকে মেরে ৮ খুন করিলে আমাদের কিছু হবেনা।
আমাদের উপরের মহলের হাত আছে আমাদের কিছু হবে না। আমি উক্ত সন্ত্রাসীদের অব্যাহত হুমকির কারনে পালিয়ে বেড়াচ্ছি তারা আমাকে পেলে মেরে ফেলতে পারে। তাই আমি জীবনের নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করেছি।
আরো জানাযায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রীজ সংলগ্ন অবস্থিত আন্তঃজেলা ট্রাক র্টামিনালটি আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামি নুর হোসনের নিয়ন্ত্রনে ছিল। সাত খুন মামলার দীর্ঘ ৮ বছর পর নুর হোসেনের ছোট ভাই একাধিক মামলার আসামি নুরুজ্জামান জজ মিয়া ওরফে ছোট মিয়ার নিয়ন্ত্রনে রয়েছে।
স্থানয়ীরা জানান, ২০১৪ সালে ৭ খুনের ঘটনার পর নুর হোসেনের নিয়ন্ত্রনাধীন শিমরাইল ট্রাক টার্মিনালে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের চাঁদাবাজিসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন। এরপর বিভিন্ন সময়ে এ কার্যক্রম চালু করার জন্য তৎপরতা চালিয়ে ব্যর্থ হন নুর হোসেনের দোসররা। দীর্ঘ ৮ বছর থানা পুলিশ আন্তঃজেলার কার্যক্রম পরিচালনার কোন অনুমতি দেয়নি।
৮ বছর পর শিমরাইল ট্রাক টার্মিনালে বিপুল সংখ্যক ক্যাডার বাহিনী নিয়ে আবারও চাঁদাবাজি শুরু করে ৭ খুন মামলার নুর হোসনের ছোট ভাই একাধিক মামলার আসামি নুরুজ্জামান জজ মিয়া ওরফে ছোট মিয়া। এতে আতংকিত হয়ে পড়েছেন সাধারণ ট্রাক চালক ও টান্সপোর্ট এজেন্সির মালিকরা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান বলেন, প্রান নাশের হুমকির বিষয়ে আমার কাছে কোন অভিযোগ কপি এখনো আসেনি । আসলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে