থাকবে সব, সবই সরব
আমি শুধু থাকব নীরব
তোমরা সব খেলবে খেলা
প্রেম পিরিতির ভরবে ডালা গাঁথবে মালা
কদম ডালে বাজবে বাঁশি
বলবে বাঁশি ভালোবাসি
আমিই শুধু শুনব না
আমি যেদিন থাকব না
ভালোবাসার সুতো ছিঁড়ে
থাকব আমি বহুদূরে
থাকবে বন্ধ বিশ্ব দুয়ার
আমার চোখে থাকবে আঁধার
কিছুই আমি দেখব না।
জন্ম: কিশোরগঞ্জের কালটিয়ায় ১৯৩৩ সালে। কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। পেশায় পল্লি-চিকিৎসক। কিশোরগঞ্জের অনেক তরুণ লেখকের তিনি আদর্শ অভিভাবক। প্রথম বই ‘ছন্দহারা’ ছাড়াও তার প্রকাশিত বই এক ডজনের কম নয়। প্রায় শতবর্ষী হয়েও লেখালেখি থেমে নেই তার। সাহিত্য পদকসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।
সূত্রঃ যুগান্তর।