নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ। ২৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃত্তির মাধ্যমে এ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। বন্দর প্রেসক্লাবের সভাপতি এডঃ শাহ আলী খান পিন্টু ও সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী এক বিবৃত্তির মাধ্যমে জানান, জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন জেলা পরিষদের চেয়ারম্যান থাকা কালিন সারা নারায়নগঞ্জে একটি আমুল পরিবর্তন এনেছে। তিনি বন্দরসহ জেলার বিভিন্ন উপজেলায় নতুন নতুন রাস্তা ঘাট নির্মান করে বেশ প্রশংসিত হয়েছে। পরিচ্ছন্ন রাজনিতীবীদ আনোয়ার হোসেনকে যথাযথ ভাবে মূল্যায়ন করে জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্ব দেওয়ায় বন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবগত প্রশাসক আলহাজ¦ আনোয়ার হোসেনকে প্রান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।