শাহারুখ আহমেদ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনদুপুরে দুই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরদল একটি বাসার বাথরুমের এ্যাডজাস্ট ফ্যান ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ প্রায় ৮ লাখ ও আরেক বাড়ির দরজা খুলে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে বৃষ্টির সময় পিরোজপুরের আষাঢ়িয়ারচর ও ছোট নয়াগাঁও গ্রামে চুরির এই ঘটনা ঘটে।
জানা গেছে, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর গ্রামে মৃত জালাল উদ্দিন মিয়ার ছেলে আব্দুল গাফফার তার স্ত্রীসহ গত মঙ্গলবার সকালে তার ভবনের রুম তালা দিয়ে অন্যত্র চালে যায়। পরদিন বুধবার সকালে বাসায় গিয়ে ঘরের দরজা খুলে রুমে প্রবেশ করে দেখেন আলমারি, ওয়্যারড্রপ খোলা ও আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। চোরদল বাথরুমের এ্যাডজাস্ট ফ্যান ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরে থাকা নগদ ১ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, ৫টি হীরার আংটি ও অলংকার, ১টি ল্যাপটপ ও মোবাইলসহ ৮ লাখ টাকার ম‚ল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। দুপুরে বৃষ্টির সময় আব্দুল গাফফারের বাসায় কেউ ছিলনা। বিকেল থেকে তার স্বজনেরা বাসায় থাকলেও তার রুম তালাবদ্ধ ছিল। এদিকে সেদিনই একই সময় একই ইউনিয়নের ছোট নয়াগাঁও গ্রামের আলী রহমানের ছেলে প্রবাসি মাসুমের ঘরের দরজা খুলে আলমারি থেকে ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় চোরদল। সেসময় প্রবাসীর স্ত্রী ঘরে ছিলনা। তবে প্রবাসীর বাবা মা বাড়িতে থাকলেও তারা অন্য ঘরে ছিল। দুটি চুরির বিষয়েই থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।