ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে ৪ জন উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। এরা হলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম. মাসুদ, সরদার মোহাম্মদ আলীম, আতাউর রহমান ও মোঃ কবির হোসেন।
গত বৃহস্পতিবার (১৫ জুন) প্রেসক্লাব মিলনায়তনে মাসিক সভা শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উল্লেখিত ৪ জনকে উপদেষ্টা নির্বাচিত করা হয়।
এ ব্যাপারে সদ্য নির্বাচিত উপদেষ্টাগন বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদকে ধন্যবাদ জানিয়ে এক প্রতিক্রিয়া বলেন, বন্দর প্রেসক্লাব আমাদের প্রানের সংগঠন। এই সংগঠনের সাথে আমাদের নিবিড় সর্ম্পক। ৩০ বছর ধরে আমরা সংগঠনে রয়েছি। আমাদের সহকর্মী ও সাংবাদিক ভাইরা আমাদেরকে যে সম্মান দিয়েছে তা আমরা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার তাদের কাছে আরো ঋৃনি হয়ে পরলাম। সে সাথে ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপনসহ প্রেসক্লাবের উন্নয়ন ও সাফল্য কামনা করছি।