বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ওয়ারেন্টে ৩ পলাতক আসামী ও গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরার অপরাধে ৭ যুবকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত ১০ জনের মধ্যে ৩ জনকে পৃথক ওয়ারেন্টে ও অপর আটককৃত ৭ যুবককে সিআরপিসি ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত বুধবার (১৪ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার দাঁশেরগাও এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে জিআর মামলার একাধিক ওয়ারেন্টভূক্ত আসামী রিফাত (২৫) মদনগঞ্জ এলাকার মৃত বালাচাঁন মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী রানা ওরফে মধু (৪৫) এলাহীনগর এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাকিব হোসেন সুমন (৩৫)।
এছাড়া গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার অপরাধে বন্দর থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৭ যুবকে আটক করা হয়। আটককৃতরা হলো নবীগঞ্জ এলাকার ফিরোজ মিয়ার ছেলে আকাশ (২৩) একরামপুর এলাকার মনির হোসেন মিয়ার ছেলে জীবন (২৪) নবীগঞ্জ রুপনগর এলাকার মফিজুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২১) একই এলাকার রমজান আলী মিয়ার ছেলে সিয়াম (২০) একই এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে রাতুল (২২) সোনাকান্দা চৌধূরীপাড়া এলাকার শেখ কামাল মিয়ার ছেলে হৃদয় (২৪) নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার মৃত মোক্তার হোসেন মিয়ার ছেলে শান্ত (২৩)।