শাহারুখ আহমেদ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের বসুনদরদী এলাকায় আদালতের নির্দেশ অমান্য করে কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার জমিতে রাতের আধারে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগ উঠে। এ ঘটনায় ভূক্তভোগী সুরুজ মিয়া বাদি হয়ে গতকাল শুক্রবার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বসুনদরদী গ্রামের সুরুজ মিয়ার ৩৪ শতাংশ জমি আর এস রেকর্ডে ভূলবসত স্থানীয় আতাউল্লাহ গংদের নামে লিপিবদ্ধ হয়। ওই জমির রেকর্ড সংশোধনের জন্য ১৯৯৮ সালে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার রায় সুরুজ মিয়ার ওয়ারিশদের পক্ষে প্রদান করে আদালত। রায়ের পর সুরুজ মিয়া দখলকারীদের উচ্ছেদ করার জন্য আদালতে পুনরায় আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে ২০২১ সালে ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ আদালতের নাজির ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত হয়ে জমি মাপ ঝাপ করে সীমানা নির্ধারণ করে লাল পতাকা নিয়ে সুরুজ মিয়াকে বুঝিয়ে দেয়। জমি বুঝে পেয়ে গত তিন বছর ধরে সে ভোগদখল করে আসছেন। গত বৃহস্পতিবার লায়ন দ্বীন ইসলাম, তোফাজ্জল ও মোহাম্মদ আলী ওই জমিতে রাতের আধারে সাইনবোর্ড লাগিয়ে জমি দখল করে নেয়। এ ঘটনায় ভূক্তভোগী সুরুজ মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত মোহাম্মদ আলী বলেন, আমাদের জমিতেই সাইনবোর্ড লাগিয়েছি। তাদের মনগড়া কথা শুনে প্রশ্ন না করার জন্য অনুরোধ করে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন দিলে তিনি আর রিসিভ করেননি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযুক্তদের পক্ষে জমির কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে। তাদের পক্ষে কাগজপত্র দেখাতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে।