বন্দরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় র্যাব-১১ আদমজীনগরের ডিএডি/বিজেও মোঃ শাহএনওয়াজ বাদী হয়ে ডাকাত সরদার রাজিমসহ ৫ ডাকাতের নাম উল্লেখ্য করে ও আরো ৩/৪ জন ডাকাতকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা রুজু করেন। যার মামলা নং- ৩৫(৪)২৩ ধারা- ৩৯৯/ ৪০২ পেনাল কোড-১৮৬০। পুলিশ গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ।
জানা গেছে, সোমবার (১৭ এপ্রিল) ভোর রাতে বন্দর উপজেলার কুমিল্লা টু ঢাকা গামী মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের পূর্বপাশে অন্ধকারাচ্ছন্ন স্থানে ডাকাতি প্রস্তুতি কালে ডাকাতি কাজে ব্যবহারকৃত ১টি মটর সাইকেল যার নাম্বার ঢাকা মেট্রো ল ৩৮-৩৭৭২, ২টি চাপাতি, ১টি বড় ছোরা ও ৬টি রাম দা উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো সোনারগাঁ থানার গোয়ালদি মীরপাড়া এলাকার আব্দুল মোতালেব মিয়ার ছেলে ডাকাত সরদার রাজিম (৩০) একই থানার বিশ্নপুরা এলাকার মনির হোসেন খানের ছেলে পারভেজ খান (২২) বন্দর থানার কাজীপাড়া এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে ইউসুফ (২২) একই থানার ফুলহর এলাকার মিজানুর রহমানের ছেলে আবির (২২) ও একই থানার ফুলহর পশ্চিমপাড়া এলাকার শাহ আলম মিয়ার ছেলে রাশেদ আলম (২৬)। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আব্দুল বারেক হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত ৫ ডাকাতকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাবাদের পর বিস্তারিত জানা যাবে।