বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই দুই ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো কুশিয়ারা এলাকার মৃত রমিজ উদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাহ আলম (৫৫) ও চিড়াইপাড়া এলাকার মোঃ কাজল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী অনিক (২১)। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।