বন্দরে সারেগামাপা সংগীত বিদ্যালয় কর্তৃক আয়োজিত সংগীত প্রতিযোগিতা ’২০২২’ শুভ উদ্ধোধন করেছেন বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর শিশু নিকেতনে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন তিনি। সংগীত প্রতিযোগিতা শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে মোঃ কবির হোসেন বলেন, গান হলো আত্মার খোরক। গান মানুষের মনকে চাঙ্গা করার একটি অন্যতম মাধ্যম। গানকে ভালোবাসে না এমন মানুষ কোথাও নেই। এ সংগীত প্রতিযোগিতার মাধ্যমে ভালো মানের শিল্পি বের হয়ে আসবে। আমাদেরকে আরো বেশেী বেশী করে সংগীত প্রতিযোগিতা আয়োজন করতে হবে। সংগীত শিল্পী মান্নাহ সভাপতিত্বে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিািথ হিসেবে উপস্থিত ছিলেন সিরাজউদ্দৌলা নাট্য দলের সভাপতি মিঞা খালেকুজ্জামান। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি সাংবাদিক কবির হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।