সোনারগাঁও জার্নালিষ্ট ফোরাম (প্রেসক্লাব)-এর ২০২২-২৩ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুরে সিটি প্লাজায় অত্র প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক মো জাকির হোসেন ঝন্টু’র সভাপতিত্বে সাধারণ পরিষদের সভায় কন্ঠ ভোটের মাধ্যমে আগামী ২০২২-২৩ দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সোনারগাঁও জার্নালিষ্ট ফোরাম (প্রেসক্লাব)-এর নব নির্বাচিত কমিটির সভাপতি মো জাকির হোসেন ঝন্টু (দৈনিক প্রতিদিনের সংবাদ, অগ্রবানী), সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম (বাংলা টিভি), সহ-সভাপতি আলমগীর ভূঁইয়া (সিএনএন টিভি), সাধারন সম্পাদক সালেহ জুম্মান(টি–1 টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক এনামূল হক(টি–1 টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো রেজাউল করিম মোল্লা (দৈনিক স্বদেশ বিচিত্রা), সাংগঠনিক সম্পাদক আল আমিন(দৈনিক দেশের পত্র), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মিন্টু (আমাদের স্বাধীন দেশ), অর্থ সম্পাদক মো ইসতিয়াক আহম্মেদ (সময় টিভি) দপ্তর সম্পাদক আব্দুল কাদির (), প্রচার সম্পাদক মো ইব্রাহিম মিয়া(দৈনিক রুপছায়া), কার্যনির্বাহী সদস্য আয়নাল হক (দৈনিক সবুজ বাংলাদেশ), কার্যনির্বাহী সদস্য হাসান মাহমুদ (বিবিসি প্রেস ডটকম )। অত্র কমিটি ঘোষনা করেন, প্রবীণ সাংবাদিক ও লেখক কাজী মনির। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।