নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে র্যাব-১১ এর অভিযানে ২০১ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ- কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বন্যাকান্দি সিরাজচর বাজার এলাকার মৃত মোসলেম এর ছেলে তাজুল ইসলাম (২৪) ও বরিশাল জেলার উজিরপুর থানার বোড়াকোঠা এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ ইমরান (২৪)। এসময় তাদের কাছ থেকে ২০১ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাঁজা উদ্ধার ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।