নিজস্ব প্রতিবেদকঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে বিভিন্ন বিষয়ে জনসচেতনতামুলক উঠান বৈঠক ও পল্লী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সার্বিকভাবে সহযোগিতা করেছে সোনারগাঁ মডেল প্রেসক্লাব। রবিবার (২২শে মে) বিকাল ৪টায় সোনারগাঁও পৌরসভার ৬নং ওয়ার্ডের বাগমুছা ও পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে জেলা তথ্য কর্মকর্তার তত্বাবধানে এই সচেতনতামুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের প্রনীত প্রকল্প নারী ও শিশু উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের জিওবি ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সুবিধা ও নানাবিধ বিষয়ে সচেতনতার লক্ষ্যে বিশ্লেষণমুলক বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ সিরাজ- উদ-দৌলা। এসময় জনসচেতনতার অন্যতম আদি উপকরণ টগ্গি বাইস্কোপের মাধ্যমেও নারী,মাদকও জঙ্গিবাদ বিষয়ে সচেতনতামুলক নাটিকা প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও মেঘলা টিভির চেয়ারম্যান জহিরুল ইসলাম সিরাজ, সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক ফারুক হাসান,সহ-সভাপতি ও নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম এর সোনারগাঁ উপজেলা প্রতিনিধি গাজী আলমগীর হোসেন, সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য মোসাম্মদ উর্মি আক্তার, সোনারগাঁ মডেল প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও বর্ন টিভির সোনারগাঁ প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক ইনফো বাংলার সোনারগাঁ প্রতিনিধি তৌরব হোসেন, শাপলা টিভির আলামিন, জেলা তথ্য অফিসের কর্মচারীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।