1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বর্ধমানে ফাষ্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অব প্রমোটিং লিডারশীপ ইন এডুকেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নদীয়ায় ডঃ আম্বেদকর বিএড কলেজে দুই বাংলার গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ পাহাড়ায় যুবলীগ নেতার অনুমোদনহীন হাসপাতাল উদ্বোধন বন্দরে পল্লী বিদ্যুতের ট্রান্সেফরমা চুরিকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত চোর সোনারগাঁ জাদুঘরে ৫০বছর পূর্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলার উদ্বোধন নারায়ণগঞ্জের বন্দরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁ জাদুঘরের ২নং গেইটের টিকেট বুথ উদ্ধোধন নারায়ণগঞ্জের বন্দরে ছাত্র-জনতার উপর হামলাকারীর বাড়িতে আমন্ত্রিত জেলা- মহানগর বিএনপির শীর্ষ নেতারা ধ্রুব সাহিত্য পরিষদ’র ঈদপুনর্মিলনীতে রেজাউদ্দিন স্টালিন জাতীয় জীবনে কবিতার একটা বিশেষ ভূমিকা রয়েছে বন্দরে সৎ ভাই ও তার স্ত্রী সন্ত্রাসী হামলায় প্রবাসী ফেরৎ বড় ভাইসহ আহত-৩

৫টি সতেজকারক শরবত তৈরির প্রণালী

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
Various freshly squeezed fruits and vegetables juices

গরমে সজীবতা এনে দেয় এক গ্লাস ঠাণ্ডা শরবত। তাই এ গরমে ঘরের উপাদান দিয়ে তৈরি ভিটামিন সমৃদ্ধ এমন ৫ ধরনের সতেজকারক শরবত তৈরির প্রনালি উপকারিতা সহ শেয়ার করছি।

লেবুর শরবত

খুবই সহজ কিন্তু ভীষণ উপকারী ‘ভিটামিন সি’ সম্পন্ন লেবুর শরবত আপনার দেহে আনবে প্রশান্তি। ইফতারে ভাজাপোড়া খাবার বেশি খাওয়া হয়। তাই লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চর্বি কমাতে সাহায্য করে। এছারা বমি বমি ভাব, রক্তচাপ কমাতে সাহায্য করে এই পানি।
উপকরণ –

লেবুর রস – আধা কাপ
পানি – ৪ কাপ
চিনি – আধা কাপ
লবণ – এক চিমটি
বরফ কুচি – প্রয়োজন মত

প্রনালিঃ-

প্রথমে লেবু ধুয়ে রস বের করে নিন।
ঠাণ্ডা পানির সাথে লেবুর রস, চিনি মিশিয়ে ছেঁকে নিবেন।
গ্লাসে লেবুর শরবত ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

শসার তৈরি শরবত

শসার তৈরি এক গ্লাস শরবত শরীরের সব বিষাক্ত পদার্থ তাড়াতে সাহায্য করবে। আবার যাদের হজমে সমস্যা আছে, তারা শসার শরবতে উপকার পেতে পারেন। আর যেভাবেই শসা খান না কেন, এটি ওজন কমাতে মুখ্য ভূমিকা পালন করে।
উপকরণ –

খোসা সহ শসা – ১ কাপ
লেবুর রস – ১ টেবিল চামচ
পুদিনাপাতা – কয়েকটি
বিট লবণ – হাফ চা চামচ

প্রনালিঃ-

সব উপকরণ গুলো পরিমাপ অনুযায়ী পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন।
এরপর পছন্দমত গ্লাসে পরিবেশন করুন।

ডাব পুদিনার শরবত

ডাবের উপকারিতার কথা জানে না এমন কেও নেই। রমজানে সারাদিন শরীর ডিহাইড্রেট হয়ে থাকবে, ইফতারে এই পানীয় শরীরকে সতেজ করে তুলবে।
উপকরণ –

বড় ডাব – ১টি (শাঁসসহ)
পাতলা করে কাটা ডাবের শাস – ২ টেবিল চামচ
পুদিনা পাতা কুচি – আধা চা চামচ
বিট লবণ – সামান্য
চিনি – সামান্য
বরফ কুচি – পরিমানমত

প্রনালিঃ-

ডাবের পানির সঙ্গে অন্যান্য উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।
এরপর ব্লেন্ডারে অল্প ব্লেন্ড করে নিন।
গ্লাসে ঢেলে বরফ কুচির সঙ্গে পরিবেশন করুন।

অ্যালোভেরা বা ঘৃতকুমারীর শরবত

দেহ থেকে ক্ষতিকর পদার্থ অপসারণে অ্যালোভেরার জুস একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঔষধির কাজ করে। এছারা ডায়াবেটিস রোগীদের জন্য অ্যালোভেরার শরবত খুব উপকারী। আর অ্যালোভেরার রস মাথার তালুতে ঘষলে চুল গজাবে। এর রস মুখে লাগালে ত্বকের দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে তুলে।
উপকরণ –

অ্যালোভেরা পাতা – ১ টি
পানি – ১ গ্লাস
মধু – ৩ চামচ
বিট লবন – ১ চামচ
গোলমরিচ গুঁড়ো – ১/২ চামচ
বরফ – প্রয়োজনমত

প্রনালিঃ-

অ্যালোভেরার পাতা থেকে রস বা জেল বার করে নিন।
এবার পানির মধ্যে অ্যালোভেরার জেল ও সব উপকরন দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
বরফ কুচি করে দিয়ে পরিবেশন করুন।

তোকমার শরবত

তোকমা রক্ত বর্ধক, রক্ত পরিষ্কার ও শরীরের শক্তি বর্ধকের কাজ করে। তোকমার শরবত পান করায় কোষ্টকাঠিন্য দূর হয়, হজমের সমস্যাও দূর হয়, দেহের তাপ কমে ও কোলেস্টেরলের মাত্রা বজায় রাখে।
উপকরণ –

তোকমা – ২ চা চামচ
ইসবগুলের ভুসি – ২ চা চামচ
মধু – ২ টেবিল চামচ
ঠাণ্ডা পানি – পরিমানমত
পুদিনা পাতা – ৩/৪টি
বরফ – প্রয়োজনমত

প্রনালিঃ-

১/২ কাপ পানিতে তোকমা এবং এক কাপ পানিতে ইসবগুলের ভুসি ভিজিয়ে ১/২ ঘণ্টা রেখে দিন।
ভেজানো তোকমা ও ইসবগুলের ভুসির সঙ্গে মধু মিশিয়ে ঠাণ্ডা পানির গ্লাসে ঢালুন।
পরিবেশনের আগে পুদিনা পাতা ও বরফ কুচি মিশিয়ে দিন।

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com