নিজস্ব প্রতিবেদক
অমানবিকতার চরম উদাহরণ সৃষ্টি করলেন এক মা! নিজের ৮ মাসের নিষ্পাপ সন্তানকে পাষণ্ডের মতো মারধর করে তার দুই হাত ও এক পা ভেঙে রেখে পালিয়ে গেছেন এক নির্মম মা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও নিন্দার ঝড় উঠেছে।
এই ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দারমালিক গ্রামে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দারমানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সাথে জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরিয়ার সাথে ৫ বছর আগে বিবাহ হয়। সংসার জীবনে সামির আহমেদ (৪) ও সিজান আহমেদ (৮ মাস) নামের দুটি পুত্র সন্তান রয়েছে। গত ১৩ মার্চ ৮ মাসের সন্তান সিজান আহমেদ এর দুটি হাত ও বাম পা ভেঙ্গে বাপের বাড়ি পালিয়ে যায়। অসহ্য যন্ত্রনার কারনে শিশুটি দিনরাতে ঘুমাতে পারছে না। মায়ের হাতে সন্তানের উপর নির্মম নির্যাতন ও অমানবিক আচরনে বাকরুদ্ধ পুরো এলাকা। শিশুটির কান্না থামাতে আশপাশের নারিপুরুষ ছুটে এলেও পিতার কোল ছাড়া কানো কাছেই থাকছে না
সরেজমিনে গিয়ে শিশুকে দেখে কান্না ধরে রাখতে পারলেন না গণমাধ্যম ব্যক্তিরাও।
বর্তমানে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে । তবে, কী কারণে মা এমন নৃশংস আচরণ করলেন, তা এখনো স্পষ্ট নয়।