নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদকে সামনে রেখে পরিবহন চাঁদাবাজরা বেশ বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ধারাবাহিকতা (১৬ মার্চ) রবিবার বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার ফরাজিকান্দা এলাকায় চাঁদা না দেওয়ার জের ধরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ও অটো চালক মনির উদ্দিনকে পিটিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে স্থানীয় চাঁদাবাজরা। এ ঘটনায় ভুক্তভোগী আহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বাদী হয়ে ঘটনার ওই দিন সন্ধ্যায় স্থানীয় চাঁদাবাজ আনাজ ও রাসেলের নাম উল্লেখ্য করে এবং আরো ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় ও সেনা ক্যাম্পে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত আব্দুর রহমান মোল্লা ছেলে মনির উদ্দিন দীর্ঘ দিন ধরে বাংলাদেশ সেনাবাহিনী কর্পোরাল পদে দায়িত্ব পালন করেছে। বেশ কয়েক বছর ধরে অবসরে যাওয়ার পরে অটো চালিয়ে সংসার চালাচ্ছেন। এর ধারাবাহিকতা রবিবার বিকেলে অটো চালিয়ে মনির উদ্দিন নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ফরাজিকান্দা বাসস্ট্যান্ডে আসলে আনাজ ও রাসেলসহ স্থানীয় চাঁদাবাজরা অটো চালক মনিরের নিকট চাঁদা দাবি করে। ওই সময় মনির প্রতিবাদ করেন। এতে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে মনিরকে বেদম পিটিয়ে আহত করে।
এসময় এলাকাবাসী বলেন, ঈদ যত ঘনিয়ে আসছে, বন্দরে পরিবহন চাঁদাবাজরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। বন্দরে মদনগঞ্জ, ফরাজিকান্দা, নবীগঞ্জ, ফুলহর ও মদনপুরসহ বেশ কয়েকটি স্থানে পরিবহন চাঁদাবাজরা ব্যাপক চাঁদাবাজি করে আসছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী চালকেরা।