সাদেকুল ইসলাম, বিরল(দিনাজপুর) প্রতিনিধি:
বিরল পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ব্রম্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোড মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিরল পৌরসভাধীন ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান (সোনাহার), পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক হিরা, পৌর বিএনপির সহ-সভাপতি ওয়াহেদ আলী,বিরল উপজেলা তাতী দলের আহ্বায়ক লুৎফর রহমান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি একরামুল হক চুন্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহাতাব আলী বাবু, কৃষক দলের নেতা ওহিদুল ইসলাম, তাড়াতাড়ি দলের নেতা মাসুদ কবির,প্রমূখ।