নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ই ফেব্রুয়ারি ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারি,সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার তিথি,সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার,উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর, সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ,সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি পনির ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মেঘলা টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ, সাংবাদিক শফিকুল ইসলামসহ প্রমুখ।
সভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন মাদক নির্মূল ও পর্যটন নগরী হিসেবে পানাম সিটিসহ বিভিন্ন জায়গার যানজট নিরসনে কার্যকরভাবে উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য উপস্থিত সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।