নিজস্ব প্রতিবেদকঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোনারগাঁও উপজেলার সর্বস্তরের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও পৌরসভা যুবদল নেতা জহিরুল ইসলাম।
এ বিশেষ দিবস উপলক্ষ্যে তিনি এক বিবৃতিতে বলেন ‘বিজয় দিবস উপলক্ষ্যে সোনারগাঁবাসী তথা সর্বস্তরের সকলকে শুভকামনা, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ১৯৭১ সালে রক্তক্ষয়ী দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমাদের অর্জিত এই স্বাধীনতা। লাখো বাঙ্গালীর প্রাণের বিনিময়ে ও তাদের আত্মত্যাগের ফলেই আমাদের বিজয় অর্জন সম্ভব হয়। আমি সকল শহীদদের প্রতি দোয়া কামনা করছি যাতে আল্লাহ তাদের যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। সমবেদনা জানাচ্ছি সকল শহীদ পরিবারের প্রতি। তার পাশাপাশি সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং, ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সবাই কাজ করে যাই’।