নিজস্ব প্রতিবেদক
জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শুক্কুর আলীকে ইটালী প্রবাসী জামপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জসিমের হুমকি। জামপুর ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি জসিমউদদীন ৫ আগষ্ট আঃলীগ সরকারের পতনের পর ইটালী পাড়ি জমায়। সেখান থেকে প্রতিনিয়ত জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শুক্কুর আলীকে ভাড়াটিয়া বাহীনি দিয়ে হামলা-মামলা করার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে জসিমের বিরুদ্ধে। প্রতিনিয়ত ভিডিও কলে এ হুমকি দেয়া হচ্ছে। সে শুক্কুর আলীর বিরুদ্ধে ৭ লাখ টাকা চাঁদা দাবী সহ মিথ্যা অপবাদ দিয়ে তার স্ত্রী বৃষ্টি আক্তারকে দিয়ে মিথ্যা মামলা করবে হুমকি দেয়। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে এরই ধারাবাহিকতায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোনারগাঁও থানায় উভয় পক্ষই পৃথক দুটি অভিযোগ দায়ের করছে। অভিযোগের পরও প্রবাসী ছাত্রলীগ নেতা ভিডিও কলে শুক্কুর আলীর মেয়েকে অকথ্য ভাষায় গালাগালি সহ মারধর করাবে হুমকি দিচ্ছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, শুক্কুর আলী ও জসিম আপন চাচা- ভাতিজা। তবে এলাকাবাসী উভয়ের মধ্যে ঘটনাটি মিমাংসা করার উদ্যোগ নিচ্ছে।