নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁয়ে আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে ক্ষমতার দাপটে নিয়ম নীতির তোয়াক্কা না করে দীর্ঘ ১০ বছর যাবত ৫ একর জমি দখলে রাখার অভিযোগ করেছে আষাঢ়িয়া চরের ভুক্তভোগী আব্দুর রউফ ও জলিল মিয়া।
জানা যায়, আষাঢ়িয়া চরের অসংখ্য বাড়িঘর সীমানা প্রাচীর দিয়ে আবদ্ধ করে রাখায় আল মোস্তফা গ্রুপের ইচ্ছেমত চলাচল করতে হয় স্থানীয় বাসিন্দাদের। গেট খুলে দিলে চলাচল অব্যাহত থাকে আর খুলে নাদিলে অপেক্ষার প্রহর গুনতে হয় আষাঢ়িয়া চরের বাসিন্দাদের। এমন করিডোর অবস্থা থেকে মুক্তি চান ভুক্তভোগীরা।
এ বেপারে ভুক্তভোগী আব্দুর রউফ জানান, ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক আমাদের জমিগোলা দখল করে নিয়েছে। দীর্ঘ ১০ বছর আওয়ামীলীগের দাপট দেখিয়ে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় আমাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে এলাকা ছাড়া করে বেআইনিভাবে দখলে নেয় আমাদের পৈতৃক সম্পত্তি।
৫ ই আগস্টের পর স্বৈরাচার সরকার আওয়ামীলীগের পতন হলে আমরা আমাদের জমিগোলা দখল নেই। এ বেপারে আল মোস্তফা গত ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে আমার জমিতে যেতে চাইলে বাধা দেয় ও বিভিন্ন ভাবে ক্ষমতার অপব্যবহার করে।
এমতাবস্থায় আমাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, সোনারগাঁ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করি।
এছাড়াও তিনি জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আশা বাদী আমাদের পৈতৃক সম্পত্তি দখল মুক্ত করে আমাদের কাছে হস্তান্তর করবে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারীর নির্দেশে এসআই সঞ্জয় কুমার বসাদ ঘটনাস্থলে যান ও কোন ঝামেলায় না জড়িয়ে উভয়পক্ষের কাগজপত্র নিয়ে থানায় আসার নির্দেশ দেন।