নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় মানবিক সংগঠন হিউম্যান এইডের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ন্যায্য মূল্যে সবজি বিক্রয় কার্যক্রম শুরু করেছে ।
জনতার বাজার নাম গণ মানুষের বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ীদের অবৈধ সিন্ডিকেট ভেঙে কয়েকজন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় উত্তর পতেঙ্গা কাঠগড় মোড়ে এই মহতী উদ্যোগ সকাল থেকে রাত আটটা পর্যন্ত চলমান রয়েছে বলে উদ্যোক্তা সূত্রে জানা গেছে।
একেবারেই ন্যায্যমূল্য নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য এই বিশেষ কার্যক্রমটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান।
এদিকে নগরীর ইপিজেড এলাকার বন্দরটিলা ,সল্টগোলা মোড়ে, বন্দরের কলসি দীঘি এলাকায়, পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকায়, বিজয় নগর এলাকা,চরবস্তী- গোল্ডেন বিচ এলাকায়, নিজাম মার্কেট এলাকায় এবং বন্দরের ৩ নং ফকির হাট,নিমতলা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে সবজি বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে বলে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের অফিস ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান।
তিনি আরো বলেন, টিসিবি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত খোলা ট্রাকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার সাধারণ মানুষ কে সুলভ মূল্যে ৫কেজি চাল, ডাল ২, সয়াবিন তেল ২কেজি করে বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে।