ক্রীড়া ডেস্ক, চট্টগ্রাম
বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠাতব্য দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়োজন উপলক্ষ্যে গতকাল ২৭ অক্টোবর চট্টগ্রাম সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে পুলিশি নিরাপত্তা ব্যবস্থার একটি সুশৃঙ্খল মহড়া অনুষ্ঠিত হয়েছে।
নিরাপত্তা মহড়াটি সরেজমিনে পরিদর্শন করেন মান্যবর সিএমপি কমিশনার মোঃ হাসিব আজিজ ।
পরিদর্শনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন,বরাবরের মতো এবারেও আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে এ আয়োজন শেষ করতে পারব। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই।
অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করে আমরা কারও মনে ভীতির সঞ্চার করতে চাই না। বিদেশিরা নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি তেমন পছন্দ করে না। যতটা কম দৃশ্যমান নিরাপত্তা রাখা যায় আমরা সে লক্ষ্যে কাজ করছি।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি)মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা ও উপ-পুলিশ কমিশনার (পশ্চিম ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া (অতিরিক্ত ডিআইজি) মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।