জাকির হোসেন ঝন্টুঃ
সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নের সাদীপুর উচ্চ বিদ্যালয়ের এক উদ্ভট পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন সোনারগাঁও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্ররা। আজ সোমবার (১২ আগষ্ট) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র মাহবুবা ইসলাম, নাঈম খান নিপলু, এমডি সোহাগ হাসান ইসমাইল ও তাসরিক ইসফাত আশিকের নেতৃত্বে একদল বৈষম্য বিরোধী ছাত্র খবর পেয়ে সাদীপুর উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে কথা বলেন। বিদ্যালয়ের বিরোধীয় ঘটনার সততা যাচ্ছাই করে অপর পক্ষকে উপস্থিত করে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে উদ্ভট পরিস্থিতি ফয়সালা করেছেন। এতে অত্র বিদ্যালয়ের বিরোধ নিষ্পত্তি সহ শিক্ষার পরিবেশ সমুন্নত বজায় থাকলো।
জানা গেছে, ১১ আগষ্ট রবিবার কিছু লোক পূর্ব শত্রুতা হাসিলের জন্য সাদীপুর উচ্চ বিদ্যালয়ে এসে অত্র বিদ্যালয়ের শিক্ষকদের গালমন্দ করে এবং মারধর করার হুমকি দেয়। এহেন ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন করার প্রস্তুতি নেয়। এ সময় হুমকিদাতা অপর পক্ষও মুখোমুখি হতে প্রস্তুতি নেয়। এ সংবাদ পেয়ে উক্ত বৈষম্য বিরোধী ছাত্ররা ঘটনাস্থলে আসেন এবং ঘটনার সততা যাচ্ছাই পূর্বক পক্ষদ্বয়ের মধ্যে সুষ্ঠ মীমাংসা দিয়েছেন। এতে ছাত্রদের এহেন ভূমিকাকে উপস্থিত সকলেই সাধুবাদ জানিয়েছেন।