নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেনের মা হাসনা বানু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গত শুক্রবার (৩ মে) দুপুরে বন্দর থানার লক্ষনখোলাস্থ তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গত শুক্রবার বাদ আছর লক্ষণখোলা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে লক্ষণখোলা কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।