চোর সন্দেহে ৪ যুবককে আটক করেছে বন্দরের কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার চিড়াইপাড়াস্থ নন্দন কানন এলাকার কামাল হোসেন মিয়ার ছেলে কাজল মিয়া (৩০), একই উপজেলার গকুলদাসেরবাগ এলাকার জাকির মিয়ার ছেলে আব্দুল মতিন (২৯), একই এলাকার মোবারক ভান্ডারী ছেলে সোহেল মিয়া (৩০) ও একই এলাকার মৃত আইয়ুব আলী মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪০)।
আটককৃতদের শুক্রবার (৪ আগষ্ট) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার গকুলদাসেরবাগ এলাকা থেকে উল্লেখিতদের চোর সন্দেহে আটক করে পুলিশ।
থানা তথ্য সূত্রে জানা গেছে, কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলী ইসলামসহ সঙ্গীয় ফোর্স গত বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার গকুল দাসের বাগ এলাকায় টহল ডিউটি করার সময় গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরা করতে দেখে চোর সন্দেহে উল্লেখিত ৪ যুবককে আটক করে। পরে আটককৃতদের যাচাই বাছাই করে পুলিশ আইনের ১৫১ ধারায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।