বন্দরে অনলাইনে জুয়া খেলার অপরাধে অজয় বর্মন (২৭) নামে এক ডিজিটাল জুয়ারীকে গ্রেপ্তার করেছে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট। ঐ সময় গ্রেপ্তারকৃত জুয়ারী কাছ থেকে ১টি মোবাইল সেট যার সিম নং-০১৬৮৫৭১১৪২৬ ও অনলাইন জুয়ার অ্যাপস এর স্ক্রীন সটের প্রিন্ট কপি ৩টি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত অনলাইন জুয়ারীকে বুধবার (২ আগষ্ট) দুপুরে দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট পুলিশ।
গ্রেপ্তারকৃত অনলাইন জুয়ারী অজয় বর্মন বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকার গনেশ বর্মনের ছেলে। এর আগে বুধবার (২ আগষ্ট) রাত ১২টা ২৫ মিনিটে বন্দর থানার একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটপাতের সামনে থেকে জুয়া খেলা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই হাফিজুর রহমান বাদী হয়ে বন্দর থানায় গ্রেপ্তারকৃত বিরুদ্ধে বন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা রুজু করে। যার মামলা নং- ৩(৮)২৩।
থানার তথ্য সূত্রে জানা গেছে, জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের জিডিনং- ৪ মূলে এসআই হাফিজুর রহমান ও এএসআই জহির উদ্দিন বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স গত মঙ্গলবার রাত পৌনে ১১টায় বিশেষ অভিযান পরিচালনাকালে নবীগঞ্জ খেয়াঘাটে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডস্থ একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কতিপয় জুয়ারীরা অনলাইন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জুয়া খেলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে রওনা হয়। পরে বুধবার রাত ১২টা ৫ মিনিটে দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় ডিজিটাল জুয়ারী অজয় বর্মন পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে ঐ সময় তাকে আটক করে। ঐ সময় তার কাছ থেকে ১টি মোবাইল সেট যার সিম নং-০১৬৮৫৭১১৪২৬ ও অনলাইন জুয়ার অ্যাপস এর স্ক্রীন শর্টের প্রিন্ট কপি ৩টি উদ্ধার করা হয়।