নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ১নংওয়ার্ডের অর্জুন্দী গ্রামের স্থায়ী বাসিন্দা মরহুম মোঃ আবুল হাশেম মোল্লার মেয়েদের ওয়ারি সূত্রে পাওয়া হরিশপুর এলাকায় ১৮:০৬শতাংশ জমি দখল করে নিয়ে সাইন বোর্ড লাগিয়ে দিয়েছেন নাতিগং মোগরাপড়া বাসি মোঃ বাবু মোল্লাসহ তার খালাত আরো দুই ভাই।
১৮ই মার্চ রোজ রবিবার সকাল ১০:০০ঘটিকার সময় সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামের হরিশপুর মসজিদের সামনের এলাকায় ছোট মগবাজার সোনারগাঁ মৌজায় খতিয়ান নং-২৬৪,এস এ খতিয়ান-৩০, দাগ নং-৩১,এবং আর এস দাগ নং-৪৮ এ মোট জমির পরিমান ১৮,৬শতাংশ জমি মৃত মোঃআবুল হাশেম মোল্লার ছেলেরা অর্থাৎ তার মামারা তাদের সম্পত্তি বুঝিয়ে না দেওয়ায়,তারা নিজেরাই জমি খারিজ করে জমি তাদের দখলে নিয়ে সাইন বোর্ড লাগিয় দিয়েছেন।
জানা যায়, অর্জুন্দী গ্রামের মরহুম আবুল হাশেম মোল্লার ৫ছেলে এবং ৫মেয়ে দুনিয়ায় রেখে পরলোক গমন করেন। পরে ২ছেলে মৃত্যু বরন করে বর্তমানে ৩ছেলে জীবিত অবস্থায় এখনও বিদ্যমান রয়েছেন। এদিকে ৫ মেয়ে তাদের সন্তান সন্তত্তি নিয়ে এখনও বেচে আছেন। কিন্তু ৫০বছর পার হয়ে গেলেও তাদের পিতার বিশাল সম্পত্তি এখনও কোন ধরনে ভাগ -বন্টন করা হয়নি। এভাবেই রয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সম্পতি গুলো। বোনেরা ভাইদের কাছে এই সম্পত্তির ভাগ বন্টনের দাবি জানালে নয় ছয় করে বুঝি দিতেন। সম্পত্তির কোন কিছুই ভোগ করার জন্য তাদের দেওয়া হত না।মাঝে মধ্যে কিছু টাকা পয়সা ভাইয়েরা দিয়ে যেত। এভাবেই এত বছর কেটে গিয়েছে। এখন প্রয়োজনের তাগিদে বোনের সম্পত্তি বোনের ছেলেরা খারিজ করে নিজ উদ্যোগে দখলে নিয়ে যাচ্ছেন।
তাদের অভিমত,মামারা যেহেতু আমাদের মায়ের সম্পত্তি আমাদের বুঝিয়ে দিচ্ছে না।অতএব আমাদের সম্পত্তি এখন আমরা নিজেরাই বুঝে নেওয়ার চেষ্টা করব।
ভাগিনা বাবু বলেন,আমাদের মা খালা দুই জনের জায়গা জমি প্রতারনা করে মামারা লিখে নিয়েছে। আমার মা কিছুই বুঝতে পারে নাই। জায়গা -জমির ব্যাপারে তাদের কাছে কথা বললে তারা কোন উত্তর দেয় না।বিভিন্ন তাল বাহানা করে। প্রতি বছর তার হজ্ব পালন করে। এ বিষয়ে তারা কিছুই জানে না। সেই কারনে আমাদের ব্যবস্থা আমরা নিজেরাই করে নিচ্ছি।