1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে মাল্টিপাসপাসের ৭ কোটি টাকা নিয়ে তিন পরিচালক উধাও টাকা ফেরত পাওয়ায় দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ পতেঙ্গা এলাকায় এক দোকানীকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ থেকে টাকালুট পতেঙ্গায় সিন্ডিকেট ভেঙে শিক্ষার্থীদের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রয় কার্যক্রম শুরু সোনারগাঁয়ে অপ-প্রচার চালানোর প্রতিবাদে হাজী আব্দুল মতিনের সংবাদ সম্মেলন বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের ২য় ম্যাচ উপলক্ষ্যে পুলিশের নিরাপত্তা মহড়া চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতনকে বহিষ্কার সোনারগাঁয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বস্র বিতরণ বাফুফে নির্বাচনে জয়ী যারা: নতুন প্রেসিডেন্ট তাবিথ আউয়াল,চার সহ- সভাপতি চমকপ্রদ জয় দক্ষিণ হালিশহরে মফিজুর রহমান:সুদ-ঘুষ, জুয়া, মাদক প্রতিরোধে যুবকদের এগিয়ে আসার আহ্বান সোনারগাঁয়ে পিরোজপুরে অবৈধ গ্যাসের চালিত চুনা ফ্যাক্টরিতে অভিযানে বিচ্ছিন্ন করা হলো গ্যাস সংযোগ

সোনারগাঁয়ে ৯৮৪ জন খামারী কোরবানীতে বিক্রির জন্য পশু মোটাতাজাকরন করেছেন

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ সোমবার, ৪ জুলাই, ২০২২

নজরুল ইসলাম শুভঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে এ বছর ৯৮৪ জন খামারী কোরবানীতে বিক্রির জন্য পশু মোটাতাজাকরন করেছেন। করোনা মহামারীর দুই বছরের ধাক্কা কাটিয়ে উঠতে চান তারা। আর উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা বলছেন কোরবানীর জন্য সব দরকারী ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলার কাজীপাড়া গ্রামের মোতাহার হোসেন খোকন তার মালিকানাধীন ফাতেমা এগ্রো ফার্মে গত চার বছর ধরে তার খামারে ফ্রিজিয়ান ষাড় হাম্বু ও লাম্বু নামে দুটি ষাঁড় সহ বিভিন্ন জাতের মোট ৫০টি ষাড় লালন পালন করছেন। তাদের প্রত্যেকের ওজন এখন প্রায় ১ হাজার কেজি। তিনি দাম হাকিয়েছেন প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা। তার খামাড়ে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ক্রেতারা ক্রয় উদ্দেশ্যে দেখতে আসছেন।
একই উপজেলার বস্তল গ্রামের গোলজার ভুইয়ার মালিকানাধীন আবিদ এগ্রো ফার্মে এ বছর কোরবানীর জন্য বিভিন্ন জাতের ১৩০টি ষাড় তৈরী করেছেন। তার খামারে সবচেয়ে বড় ষাড়টির ওজন প্রায় ১২০০ কেজি। তিনি ষাড়টির দাম হাকিয়েছেন প্রায় ১০ লাখ টাকা। এছাড়া ও তাদের খামারে ষাড়ের পাশাপাশি উন্নত জাতের দুম্বা ও ছাগল পালন করছেন।
সরেজমিন সোনারগাঁয়ে বিভিন্ন খামারে গিয়ে দেখা গেছে খামারীরা বিভিন্ন পশুর হাটে বিক্রির জন্য পালিত পশুগুলোকে প্রস্তুত করছেন। খামারীদের সঙ্গে কথা বলে জানা যায় গো খাদ্যের দাম কয়েক দফায় বৃদ্ধি পাওয়ায় লাভের আশঙ্কা কম তবে ভারতীয় গরু বাজারে না আসলে হয়তো তাদের পালিত পশু বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখতে পারবেন।
খামারিরা বলছেন পশু গুলোর খাবারের তালিকায় ছিল খৈল, ভুষি, খড়, সবুজ ঘাস, ছোলা ও ঝাউয়ের মতো প্রাকৃতিক খাবার।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তথ্যমতে, সোনারগাঁয়ে এ বছর কোরবানীতে পশুর চাহিদা রয়েছে প্রায় ২০ হাজার আর যোগান হয়েছে মাত্র প্রায় ৪ হাজার। বাইরের পশু দিয়ে চাহিদা মেটাতে হবে।
এ বছর সোনারগাঁ উপজেলায় ১৭টি হাটে পশু বিক্রি করা হবে।

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com