স্টাফরিপোর্টারঃ- সোনারগাঁয়ে প্রবীন সাংবাদিক মোঃ জাকির হোসেন ঝন্টু’র বসত বাড়ীতে শসস্র সন্ত্রাসী হামলা, ঘর-বাড়ি ভাংচুর ও হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের মৈলকারটেক গনকবাড়ী এলাকায় সাংবাদিক জাকির ও ঝন্টুর নিজবাড়ীতে এ ঘটনাটি ঘটিয়েছে একটি সন্ত্রাসী চক্র।
অভিযোগে প্রকাশ, আজ শুক্রবার ২৩ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে, একই এলাকার মৃত- নুরুল আমিনের সন্ত্রাসী ছেলে ইসরাফিল, ইউসুব, সেরাজলের সন্ত্রাসী ছেলে আবু তালেব, আবু সিদ্দিক ও রকমতের সন্ত্রাসী ছেলে হোসেন সহ ১১-১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী রামদা, লোহার রড, শাবল, অত্যাধুনিক চাইনিজ কুড়াল ও বিভিন্ন অস্রশস্রে সজ্জিত হয়ে অর্তিকিত হামলা করে সাংবাদিকের বাড়ীতে। এসময় বাড়ীতে অনধিকার প্রবেশ করে বাড়ীতে সৃজিত ২ শতাধিক ফলজ কাঠ গাছ কেঁটে ফেলে এবং ঘর-বাড়িতে ব্যাপক ভাংচুরকে তান্ডবলীলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সাংবাদিকের সহধর্মিণী এগিয়ে এলে তাকে কাপড় ধরে টানা-হেঁচড়া করে এবং তার গলায় পরিহিত আটা আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় তারা। সন্ত্রাসীরা সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে খুঁজাখুঁজি করে না পেয়ে তাকে পেলে হত্যা করে ফেলবো হুমকি দিয়ে আসে বলে সাংবাদিক জাকির হোসেন ঝন্টু প্রতিবেদকে জানান। এ ব্যাপারে সাংবাদিক মোঃ জাকির হোসেন ঝন্টু বাদী হয়ে সোনারগাঁও থানা মামলা দায়ের করছেন।