সোনারগাঁয়ে মরহুম আবুল হাসনাত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধিঃ
-
সময়ঃ
শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ-
- সোনারগাঁয়ে বীরমুক্তিযোদ্ধা মরহুম আবুল হাসনাত স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ উদ্বোধন করছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার। জামপুর-মাঝেরচর এমএসজিকে উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি, নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি ও জামপুর ইউনিয়ন আঃলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী রাসেল আহাম্মেদ খোকনের সার্বিক সহযোগিতায় পরিচালিত উক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আব্দুল্লাহ আল কায়সার এমপি। এসময় সোনারগাঁও উপজেলা আঃলীগ নেতা আশরাফুজ্জামান জামান, মোস্তফা কামাল নিলু, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব মো রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মো আলী হায়দার, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের নেতা ও সোনারগাঁও উপজেলা আঃলীগ সাংগঠনিক সম্পাদক মো জাকির হোসাইন, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফ, জামপুর ইউনিয়ন ওয়ার্ড আঃলীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম, শ্রমিক সভাপতি মো মুছা, ওয়ার্ড সাধারণ সম্পাদক মো বকুল, স্থানীয় সাবেক মেম্বার সোহরাব আল কাদরি, জামপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সামসুল আলম, স্বেচ্চাসেবকলীগ নেতা মো মনির হোসেন, হাজী হাবিবুল্লাহ, যুবলীগ নেতা নাজমুল করিম, ছাত্রলীগ নেতা মোবারক হোসেন, আওলাদ হোসেন সহ আঃলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং ফুটবল টুর্নামেন্ট খেলা উপভোগকারী শত শত উৎসুক জনতা উপস্থিত ছিলেন। অত্র ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধনী ম্যাচে ইদবারদী যুব সংঘ বনাম মদনপুর যুব সংঘ অংশ গ্রহণ করছেন। এ ফুটবল টুর্নামেন্ট খেলায় ১৬টি দল ম্যাচ শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
কি!! সবার সাথে শেয়ার করবেন না??
এইরকম আরো খবর