1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজারহাটে ইউএনও’র সহযোগিতায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন একটি পরিবার ভারতের বর্ধমানে ফাষ্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অব প্রমোটিং লিডারশীপ ইন এডুকেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নদীয়ায় ডঃ আম্বেদকর বিএড কলেজে দুই বাংলার গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ পাহাড়ায় যুবলীগ নেতার অনুমোদনহীন হাসপাতাল উদ্বোধন বন্দরে পল্লী বিদ্যুতের ট্রান্সেফরমা চুরিকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত চোর সোনারগাঁ জাদুঘরে ৫০বছর পূর্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলার উদ্বোধন নারায়ণগঞ্জের বন্দরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁ জাদুঘরের ২নং গেইটের টিকেট বুথ উদ্ধোধন নারায়ণগঞ্জের বন্দরে ছাত্র-জনতার উপর হামলাকারীর বাড়িতে আমন্ত্রিত জেলা- মহানগর বিএনপির শীর্ষ নেতারা ধ্রুব সাহিত্য পরিষদ’র ঈদপুনর্মিলনীতে রেজাউদ্দিন স্টালিন জাতীয় জীবনে কবিতার একটা বিশেষ ভূমিকা রয়েছে

সোনারগাঁয়ের কৃতি সন্তান এসপি থেকে অতিরিক্ত ডিআইজি হলেন নাবিলা

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ শুক্রবার, ৩ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেছেন সোনারগাঁয়ে সন্তান পুলিশ সুপার নাবিলা জাফরিন রীনা। সোনারগাঁ উপজেলার জামপুরের মেয়ে নাবিলা জাফরিন রীনা। বর্তমানে দায়িত্ব পালন করছেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) হিসেবে। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ছয় বছর ধরে একই পদে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি।

রীনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা সম্পন্ন করে ২১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৩ সালের জুন মাসে এএসপি হিসেবে যোগ দেন বাংলাদেশ পুলিশে।
দায়িত্ব পালন সম্পর্কে তিনি বলেন, চাপ নেই, আমার অফিসার যারা ছিলেন তারা সবাই খুবই ভালো অফিসার ছিলেন। নুরুজ্জামান স্যার, বর্তমান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্যার, এরপর আব্দুল্লাহ আল মামুন স্যার যিনি হাতে ধরে কাজ শিখিয়েছেন। সবার অত্যন্ত ভালো ছিলেন। হাবিবুর রহমান স্যারের কথা তো আর বলার প্রয়োজন নেই। এরকম শান্ত হেল্পফুল একজন মানুষ কীভাবে ঠাণ্ডা মাথায় এতকিছু সামলান তা দেখে আমরাও অবাক হই।

রিনা বলেন, চাকরিতে ১৯ বছর পার করেছি। ২০১৩ সালের প্রথমে একবছরের ট্রেনিংয়ের জন্য রাজশাহীর শারদায় ছিলাম। এরপর ছয় মাসের প্রবেশনার ট্রেনিং করি সিরাজগঞ্জে। তারপর সিআইডি ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ২০০৮ সাল পর্যন্ত ছিলাম। তারপর মিশনে গেলাম। মিশন থেকে ফিরে ২০০৯ সালে এসপি অ্যাডমিন হিসেবে সিআইডি হেড কোয়ার্টারে যোগদান করলাম। এরপর সিআইডির অ্যাডিশনাল হিসেবে এসপি ময়মনসিংহ জোনে প্রায় সাড়ে পাঁচ বছর ছিলাম। এরপর এসপি হয়ে ঢাকা রেঞ্জে এই পোস্টে কাজ করছি। এই পোস্টে আমিই প্রথম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং নারী। চাকরিতে ১৯ বছর তো পার হয়েছে বাকি সময়টাও পার হয়ে যাবে।
তিনি বলেন, ১৩টি জেলার মোট ৯৬টি থানার দায়িত্ব আমার দপ্তরে। ১৩টি জেলার কোন কর্মকর্তা বা দায়িত্বরত কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তবে সেটি এই টেবিলে চলে আসে। অভিযোগ পেলে সেটি আমরা নির্ভরযোগ্য কাউকে দিয়ে তদন্ত করিয়ে যদি অপরাধী হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেই আর নির্দোষ হলে অভিযোগ মুক্ত হন সেই কর্মকর্তা। প্রতিদিনই অভিযোগ আসছে সেগুলো আমরা তদন্ত করছি তবে সফলতা এই যে, পেন্ডিং কোনো ফাইল আমার টেবিলে নেই।

 

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com