নিজস্ব প্রতিবেদকঃ
পূর্বশত্রুতা ও প্রতিহিংসার জের ধরে সোনারগাঁও উপজেলার জামপুরে সন্ত্রাসী হামলা, বাড়ী ঘর ভাংচুর ও পরিবারের লোকজনকে জিম্মি করে রাখছে একটি সন্ত্রাসী চক্র। আজ বুধবার (১৬ অক্টোবর ) সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নস্থ বাগবাড়িয়া এলাকায় ঘটে এ ঘটনা। বাগবাড়িয়া গ্রামের মৃত সরাফত আলীর ছেলে হযরত আলী অভিযোগ করে বলেন, একই এলাকার সন্ত্রাসী ইমান আলীর ছেলে আরিফ, মৃত কেরামত আলীর ছেলে আব্বাস আলী, বাবুলের ছেলে নাঈম, লিলু মিয়ার ছেলে হোসেন সহ ৯-১০ জনের একটি সন্ত্রাসী দল রামদা, হকিষ্টিক, চাপাতি, চাকু সহ বিভিন্ন দেশীয় অস্ত্র শস্র নিয়ে পূর্ব পরিকল্পিত ও সংঘবদ্ধ ভাবে হযরত আলীর বাড়িতে হামলা ও ভাংচুর তান্ডব চালায়। এ সময় সন্ত্রাসীরা হযরত আলীর বাড়ির ভারা টিয়া ৪ টি পরিবারকে জোর পূর্বক বের করে দিয়ে তার বিল্ডিং ও অপর একটি ঘরে তালাবদ্ধ করে দেয় এবং একটি ঘরে ভাংচুর তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে সন্ত্রাসীরা। তাছাড়া অপর একটি বাড়ীর গাছ-পালা কেঁটে ফেলছে ওরা। অভিযোগ রয়েছে, হযরত আলীর সহোদর ভাইয়ের স্ত্রী জনৈক মুক্তা নামের নষ্টা এক মহিলার পরকীয়া প্রেমিক ইমান আলীর পুত্র আরিফ। তাই আরিফ মু্ক্তার পক্ষ নিয়ে হযরত আলীর ওপর ক্ষিপ্ত হয়ে তার বসত ঘরের সামনে জোর পূর্বক ভাবে সীমানা প্রাচীর নির্মাণ করার চেষ্টা করে এবং এহেন সন্ত্রাসী ঘটনা ঘটায়। সৌদি প্রবাসী স্বামী মারফত আলী মুক্তা ও আরিফের মধ্যে পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে স্বামী মারফত আলি প্রবাসে অজ্ঞান হয়ে সেখানেই সে মৃত্যুবরন করে। স্বামী মারফত আলীর মৃত্যুর পর মুক্তা ও আরিফের মধ্যে পরকীয়া সম্পর্ক আরো গভীর হয়ে পড়ে। ফলে পরকীয়া প্রেমিকা মুক্তার নির্দেশেই আরিফ ও তার সহযোগী উক্ত সন্ত্রাসীরা এহেন সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে হযরত আলীর পরিবারে। নিরহ হয়রত আলীর পরিবারকে নিজ বসত ঘর-বাড়ী ছেড়ে অন্যত্র চলে যেতে সন্ত্রাসীরা হুমকি প্রদান করে এবং বাড়ী-ঘর ছেড়ে চলে না গেলে হত্যা করবে হুমকি দিয়েছে হযরত আলীর পরিবারকে। এখন হযরত আলী ও তার নিরহ পরিবারটি জিম্মি অবস্থায় সন্ত্রাসীদের ভয়ে মানবতার জীবন যাপন করছে। এ ব্যাপারে আইন শৃংখলা বাহিনীর নিকট সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি। এ ব্যাপারে হযরত আলী বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করছে। সোনারগাঁও থানার ওসি আব্দুল বারী বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।