ক্রীড়া প্রতিবেদক
লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ আগামীকাল, ১১ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফাইনাল খেলায় মুখোমুখি হবে লিজেন্ড ইউনিটি পৌরসভা এবং সোনারগাঁ ঈশাখাঁ একাদশ।
এই প্রতীক্ষিত ম্যাচটি উপভোগ করতে লিজেন্ড ইউনিটি পৌরসভার পক্ষ থেকে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন দলের অন্যতম সংগঠক বুলবুল আহমেদ। তিনি বলেন, “খেলা মানেই উৎসব, এই ফাইনাল ম্যাচ সকলের জন্য এক আনন্দময় সময় নিয়ে আসবে বলে আমরা আশা করছি।”সকল খেলা প্রেমীকে আমন্ত্রণ জানানো হয়েছে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি মাঠে এসে উপভোগ করার জন্য।
সোনারগাঁ ঈশাখাঁ একাদশ ক্লাবের সভাপতি মোতাহার মাসুম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সোনারগাঁ ঈশাখাঁ একাদশ ক্লাবের সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সোনারগাঁ পৌর বিএনপি’র সভাপতি মোঃ মোতালেব কমিশনার, যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন প্রমুখ।