নিজস্ব প্রতিবেদক, সোহাগ মিয়া
ইটা তৈরীর মৌসুম এলেই সোনারগাঁয়ে মাটি সন্ত্রাসীরা কৃষকের কৃষি জমির মাটি জোরপূর্বক কেটে নিয়ে ইটাভাটায় বিক্রি করতে তৎপর হয়ে উঠে। এ মৌসুমে এরা প্রতি বছরই এলাকার নিরহ কৃষকের কৃষি জমির মাটি জোরপূর্বক কেটে নিয়ে ইটাভাটায় বিক্রি করে আসছে অভিযোগ রয়েছে। জনৈক ভোক্তভোগী আব্দুল হালিম অভিযোগে জানায়, সোনারগাঁও উপজেলার কাহেনা মৌজায় তার ৪২ শতক কৃষি জমি রয়েছে। এ জমি থেকে রাতের আঁধারে মাটি সন্ত্রাসী পাকুন্ডা গ্রামের রফিকুল ইসলামের পুত্র শাহিন(৪৫), মন্টু সরকারের পুত্র মাহফুজুর রহমান মিশু (৩৫) মৃত জয়নাল আবেদীনের পুত্র কাজিম (৩৮) সহ একটি মাটি সন্ত্রাসী চক্র। ওরা বেকো যন্ত্রের মাধ্যমে রাতের আঁধারে ৪২ শতক কৃষি জমির মাটি জোরপূর্বক কেটে মাটিবাহী ট্রাক যোগে স্থানীয় রহিসের এ এফ আর আর নামক ইটাভাটায় মাটি বিক্রি করছে এ চক্রটি। মাটি সন্ত্রাসীদের বাঁধা দিতে গেলে ভুক্তভোগী আব্দুল হালিমকে জীবন নাশের হুমকি দিয়েছে ওরা। এখন ভুক্তভোগী আব্দুল হালিম ও তার পরিবারের লোকজন ওই সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে স্বাভাবিক জীবন-যাপন দুর্বিষহ পড়ছে। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল হালিম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করছে। ঘটনাস্থল তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে জানান সোনারগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান।