নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাড়িয়ারচর এলাকায় পাঁচ লক্ষ টাকার অবৈধ চোরাই সেগুন কাঠসহ একটি ট্রাক আটক করেছে সোনারগাঁ ফরেষ্ট চেক পোষ্ট ।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা গামী ত্রিপাল দিয়ে বাঁধা গাড়িটি (ঢাকা-মেট্রো- ট-২২-৮৮২৫) সন্দেহ হলে থামাতে বলে সোনারগাঁ ফরেষ্ট কর্মকর্তারা। এ সময় গাড়িটি থামিয়ে চালক ও চালকের সহযোগী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এব্যাপারে সোনারগাঁ ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনের জানান, গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫০১ ফালি ৩৬৩.৯৪ ঘন ফুট অবৈধ চোরাই সেগুন কাঠসহ গাড়িটি আটক করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা হবে।