নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁয়ে একটি নির্মাণাধীন কারখানায় সন্ত্রাসী হামলা করে লক্ষাধিক টাকার নির্মাণ সামগ্রী রড ও এঙ্গেল লুট করে নিয়েছে এবং সন্ত্রাসীরা —- নামক নির্মাণাধীন প্রতিষ্ঠানের মালিক আশিক মাহমুদকে হত্যার হুমকি দিয়েছে ওরা। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুরে এ ঘটনা ঘটছে। অভিযোগে জানাগেছে, প্রায় ১৭ বছর পূর্বে আশিক মাহমুদ জনতা ব্যাংক কর্পোরেট ঢাকার মতিঝিল শাখা থেকে অত্র থানাধীন নয়াপুর মৌজায় ৩৮১৮ খতিয়ানের ৮০৭ দাগসহ আন্যান্য দাগে ৮৭ শতাংশ জমি নিলামে ক্রয় করেন এবং এখানে একটি কারখানা স্থাপন করতে নির্মাণ কাজ শুরু করেন।
এমতাবস্থায় স্থানীয় সন্ত্রাসী তাওলাদ, মোস্তফা,তাজুল ইসলাম ও ওসমান গনির নেতৃত্বে ২৪-২৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা,চাকু, চাপাতি, এসএস পাইপ, লোহার রড ও লাঠিসোটা নিয়ে পরিকল্পিত ভাবে নির্মাণাধীন কারখানায় সন্ত্রাসী হামলা চালায় এবং সীমানা প্রচীরে ভাংচুর তান্ডব চালায়। এ সময় কারখানার নির্মাণ কাজে ব্যাবহ্নত সামগ্রী রড ও এঙ্গেল সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সন্ত্রাসীরা কারখানার মালিক আশিক মাহমুদকে হত্যা করবে হুমকি দিয়েছে। এ ব্যাপারে আশিক মাহমুদ বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ করে। ঘটনাস্থল যৌথবাহিনি তদন্ত করছেন এবং এহেন ঘটনার যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে জানান।