নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হুমকির চিঠি পাওয়ার ঘটনায় চরম আতঙ্কে এলাকাবাসী। ডাকাতরা প্রথমে একটি চিঠি পাঠায়, পরে সাদা কাগজে হাতে লিখে বিভিন্ন বাড়ির দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে দেয়। কাগজে লেখা ছিল, ‘আমরা আসবো ১৫ এপ্রিল ২০২৫ ইং, সবকিছু রেডি রাখবে।
‘এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় একের পর এক দুর্ধর্ষ চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাতরা বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুটে নিচ্ছে। এছাড়া, ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, ২ এপ্রিল (বুধবার) সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আমির হোসেনের বাড়ির দেয়ালে এই হুমকির কাগজ লাগানো হয়। এরপর শত শত নারী-পুরুষ ওই কাগজ পড়তে ভিড় জমায় এবং আতঙ্কের কথা জানান।
এ ঘটনার পর সাবেক কমিশনার আমির হোসেন সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।