নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিন পর সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান।
নিহত সিরাজুল ইসলাম সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের।
একালাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধ ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন। সকালে কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখা নদীর পাশের বালুর মাঠের ঝোপে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে সোনারগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান ।