নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁওয়ের কাঁচপুরে সরকারী জমিতে অবৈধভাবে মেলা বসিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ্য, লক্ষ্য টাকা । গত ১০দিন যাবত সোনারগাঁও উপজেলার কাঁচপুর বাস টার্মিনালের বালুরমাঠে এ মেলা বসিয়েছে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি । এই অবৈধ মেলায় বসানো হয়েছে ট্রেন, নাগরদোলা, চরকি ও বিভিন্ন প্রকার দোকানপাঠ। শুধু তাই নয় এই মেলা থেকে উচ্চ শব্দে ডিজে বাজানো, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও গভীর রাত পর্যন্ত মেলা চালানোর কারনে মাদকসেবী ও চোর-ছিনতাইকারীদের আড্ডায় পরিনত হয়েছে।
এসকল অবৈধ মেলা বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসি।
মেলা পরিচালনাকারী সানি জানায় , ১০ দিন যাবত এ মেলার আয়োজন করা হয়েছে । তার সাথে স্থানীয় অনেকেই রয়েছে । পাশাপাশি সানি সোনারগাঁও এর বিশেষ পেশার একজনের পরিচয়ে দেয়।
এই ব্যাপারে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, মেলার অনুমতির জন্য আমার সাথে কথা বলেছেন,আমি তাদেরকে বলেছি মেলার অনুমতি আমরা দেইনা, ডিসি সাহেব দেন।
সোনারগাঁও থানার ওসি আব্দুল বারী বলেন, তদন্ত করে যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।