নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(১১ এপ্রিল ) শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি ডোবার পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মিজমিজি এলাকার মৃত আ. ছামাদের মেয়ে লামিয়া আক্তার (২২), তার বোন স্বপ্না আক্তার (৩৫) ও লামিয়ার শিশু সন্তান আব্দুল্লাহ (৪)।
এ ঘটনায় লামিয়ার স্বামী মো. ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষত্যদর্শীরা জানান, দুপুরে রাস্তার পাশের একটি পরিত্যক্ত জায়গায় গন্ধ পেয়ে ইট সরিয়ে কয়েকটি বস্তা দেখতে পান স্থানীয়রা। পরে বস্তুা সড়িয়ে দেখেন খণ্ডিত মরদেহ। পরে তারা পুলিশে খবর দেন।
তারা জানান, লামিয়া পোশাক কারখানায় চাকরি করতেন। তার সন্তান আব্দুল্লাহ ও মানসিক প্রতিবন্ধী বড় বোন স্বপ্নাকে নিয়ে স্বামী ইয়াসিনের সঙ্গে একটি বাড়িতে ভাড়ায় থাকতেন। ইয়াসিন নেশাগ্রস্ত হওয়ায় গত কয়েকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে তিনজনকে হত্যা করেছে ইয়াসিন।
সিদ্ধিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘মরদেহগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।