নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১২ মে সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে একযোগে সারা দেশে বিশেষ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহানিরীক্ষক ও নিয়ন্ত্রক মোঃ নুরুল ইসলাম। ৪ দিনব্যাপী এ সেবা কার্যক্রম ১২ মে থেকে আগামী ১৫ মে পর্যন্ত চলবে।
এ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় ভার্চুয়াল আলোচনা সভায় সংযুক্ত হয়ে নারায়ণগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোঃ আনোয়ার হোসেনসহ উপস্থিত সেবা গ্রহীতাগন। এসময় বাংলাদেশের হিসাব মহানিরীক্ষক ও নিয়ন্ত্রক মোঃ নুরুল ইসলাম এর বক্তব্য খুবই মনোযোগ দিয়ে শুনেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য খুবই অনুপ্রানীত হয় ও সেবার আরো উত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
সেবা নিতে আসা পেনশনার গানের মধ্যে বক্তব্য রাখেন শেখ ফরিদ, সিরাজুল হক, আমেনা খাতুন, অহিদু রহমান,শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় সেবা গ্রহীতারা তাদের বক্তব্যে সেবায় সন্তুষ্ট প্রকাশ করেন।
পরে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোঃ আনোয়ার হোসেন
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিরাজুল হককে ২৫ লাখ ৫৪ হাজার ৩৮০ টাকা ও শেখ ফরিদের হাতে ২৪ লাখ ৩২ হাজার ২৫০ টাকার পেনশান ও আনুতোষিক এর চেক হস্তান্তর করেন এবং উপস্থিত সকল সেবা গ্রহীতাদেরকে
ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোঃ আনোয়ার হোসেনের নিজের গাছের সোনারগাঁয়ের রসালো লিচু এবং বিস্কুট ও চা দিয়ে আপ্যায়ন করেন।
তিনি বলেন, “সিএজি কার্যালয়ের এই ডিজিটাল উদ্যোগ জনগণের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দেওয়ার পথে একটি বড় পদক্ষেপ। আমরা নারায়ণগঞ্জে এই কার্যক্রম সফল করতে আন্তরিকভাবে কাজ করছি।”
বিশেষ এই সেবা কার্যক্রমের আওতায় পেনশন, জিপিএফ, বেতন-ভাতা এবং অন্যান্য আর্থিক সেবা দ্রুততম সময়ের মধ্যে প্রদান করা হচ্ছে। নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে এদিন সেবা নিতে আসা মানুষদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। এবং সেবা নিতে আসা ১৫ হতে ২০ জন পেনশনারদের লাইফ ভেরিফকেশন করা হয়