সোনারগাঁও প্রতিনিধি,
রাতের আঁধারে একটি কুচক্রী মহল সাবেক এমপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের লীজকৃত জমি দখল করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়ন নয়াপুর বাজার সংলগ্ন তার লীজকৃত জমির কাঁঠাল গাছ ও লাউ খেতের লাউ গাছ কেঁটে ফেলছে মহলটি। কোন একটি কুচক্রী মহল তার জমি দখল করে ওখানে দোকানপাট উত্তোলন করার জন্য ওই মহলটি এ কাজ করতে পারে বিজ্ঞ মহলের ধারনা।
উক্ত জমি রক্ষণাবেক্ষণে দায়িত্ব প্রাপ্ত মো. আমির হোসেন জানান, রাতে আঁধারে কে বা কারা সাবেক এমপি গিয়াসউদ্দিনের এ জমি দখল করার উদ্দেশ্যে ই গাছপালা উপড়ে ও কেঁটে ফেলছে। আবারো ওখানে সে নতুন করে গাছ বপন করছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক তদন্ত করছেন।
এ ব্যাপারে তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।