নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসী জিয়া বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে এলাকাবাসি ও শিক্ষক-শিক্ষার্থীরা সন্ত্রাসী জিয়াসহ তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতারের দাবীতে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেছেন। গতকাল সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার বটতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসি ও শিক্ষক-শিক্ষার্থীরা সন্ত্রাসী জিয়া বাহিনীর বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীকে ইভটিজিং, মাদক ব্যবসা, অবৈধভাবে মাটি কাটা ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর ও ভাঙচুরের অভিযোগ তুলে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবী জানান।